Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
এম.এস.আর দরপত্র বিজ্ঞপ্তি-2017
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

তত্ত্বাবধায়কের কার্যালয়

লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, লালমনিরহাট।

E-mail: lalmonirhat@hospi.dghs.gov.bd

স্বারক নং-তত্ত্বাঃ/১০০শঃহাস/লাল/হিসাব/এমএসআর/দরপত্র/১৭-১৮/১০৪২০(৫০)                                                                        তারিখঃ  ০৩/১২/২০১৭ ইং।

 

‘‘এম.এস.আর দরপত্র বিজ্ঞপ্তি ’’

লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল-এর ২০১৭-২০১৮ ইং আর্থিক সনের এম.এস.আর সামগ্রী ক্রয়ের নিমিত্তে গণখাতে সংগ্রহ আইন/বিধিমালা ২০০৬. ২০০৮ ও ২০১৪ এবং তৎপরবর্তী সংশোধিত মতে নিম্নোক্ত ছক মোতাবেক গ্রম্নপ ভিত্তিক পৃথক পৃথকভাবে সীলগালাকৃত খামে দরপত্র আহবান করা যাইতেছে ।

০১। মন্ত্রণালয়/বিভাগ                                     ঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়।

০২। অধিদপ্তরের নাম                                    ঃ স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২।

০৩। সংগ্রাহক সংস্থা                                     ঃ লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, লালমনিরহাট।

০৪। সংগ্রহের পদ্ধতি                                     ঃ উন্মুক্ত দরপত্র পদ্ধতি।

০৫। বাজেট ও তহবিলের উৎস                        ঃ রাজস্ব খাত/উন্নয়ন খাত।

০৬। দরপত্র প্যাকেজের নাম ও ধরণ                 ঃ এমএসআর  গ্রম্নপ ভিত্তিক ।

০৭। দরপত্র দাতার যোগ্যতা                            ঃ দরপত্র সিডিউলের শর্ত মোতাবেক ।

০৮। দরপত্র বিক্রয়ের শেষ তারিখ ও সময়          ঃ ২৮/১২/২০১৭ ইং তারিখ দুপুর ২.৩০ ঘটিকা পর্যমত্ম।

০৯। দরপত্র গ্রহনের তারিখ, সময় ও স্থান           ঃ ৩১/১২/২০১৭ ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকা হইতে সকাল ১১.০০ ঘটিকা পর্যমত্ম (মাত্র ১ দিন)।

    লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যালয়, লালমনিরহাট।

১০। দরপত্র খোলার তারিখ,সময় ও স্থান            ঃ ৩১/১২/২০১৭ ইং দুপুর ১২.০০ ঘটিকা: টিওসি কমিটি কর্তৃক, তত্ত্বাবধায়ক, লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপতাল এর সম্মেলন কক্ষ।

১১। দরপত্র বিক্রয়কারীর দপ্তর                         ঃ লালমনিরহাট ১০০শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যালয়, লালমনিরহাট।

১২। দরপত্র গ্রহনের স্থান                                 ঃ লালমনিরহাট ১০০শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যালয়, লালমনিরহাট।

১৩। দরপত্রদাতার যোগ্যতা                             ঃ দরপত্র দলিলে শর্তানুযায়ী চাহিত কাগজপত্রসহ তথ্যাদি এবং দরপত্র দলিলের অন্যান্য শর্তসমূহ যথাযথ পুরণে যোগ্যতা থাকিতে হইবে।

                                                                  যা দরপত্র দলিলে সংযুক্ত থাকিবে।

১৪। দরপত্র আহ্বানকারী কর্মকর্তার নাম, পদবী,  ঠিকানা ঃ ডাঃ আবুল ফাত্তাহ মোঃ আসহান আলী, তত্ত্বাবধায়ক, লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।

টেলিফোন নং- ০৫৯১-৬১৪২৯। 

১৫। এম,এস,আর সামগ্রী ক্রয় সংক্রামত্ম তথ্যাবলী     ঃ ঔষধ পত্র এমআরপি দর/কম দর/ সামঞ্জস্যপূর্ণ দর এবং অন্যান্য সামগ্রী বাজার দর/স্বাস্থ্য অধিদপ্তর-এর সর্বশেষ এসআর দরের সহিত সামঞ্জস্যপুর্ণ দর /কম দর অনুযায়ী।

১৬। এমএসআর সামগ্রী ক্রয় সংক্রামত্ম গ্রম্নপ ভিত্তিক পন্যের/দরপত্রের বিবরণ ঃ

গ্রুপ নং

এম.এস.আর দরপত্রের গ্রম্নপ সমুহের নাম/বিবরণ

দরপত্র তফসিলের

মুল্য (অফেরতযোগ্য)

দরপত্র জামানত সরকারী বিধি মোতাবেক (ফেরতযোগ্য )

দরপত্র তফসিল বিক্রয়ের শেষ তারিখ ও সময়

দরপত্র তফসিল গ্রহনের তারিখ ও সময় (মাত্র ১ দিন)

দরপত্র তফসিল খোলার এবং

মুল্যায়ন তারিখ ও সময়

মন্তব্য

ঔষধপত্র (ইডিসিএল বহির্ভুত)

৭৫০/-(সাত শত পঞ্চাশ)

৫০,০০০/-টাঃ

২৮/১২/২০১৭

বিকাল ২.৩০ টা

৩১/১২/২০১৭

সকাল ৯.০০ ঘটিকা হইতে দুপুর ১১.০০ টা

৩১/১২/২০১৭ দুপুর ১২.০০ টা খোলা (টিওসি কমিটি কর্তৃক)এবং দুপুর ২.০০ টা মূল্যায়ন কমিটি (টিইসি কমিটি কর্তৃক)

 

নিলেন সামগ্রী

৭৫০/-(সাত শত পঞ্চাশ)

৩৫,০০০/- ,,

-ঐ-

-ঐ-

-ঐ-

 

যন্ত্রপাতি (মেডিকেল)

৭৫০/-(সাত শত পঞ্চাশ)

৫০,০০০/- ,,

-ঐ-

-ঐ-

-ঐ-

 

গজ, ব্যান্ডেজ, তুলা

৭৫০/-(সাত শত পঞ্চাশ)

৩৫,০০০/- ,,

-ঐ-

-ঐ-

-ঐ-

 

পরীক্ষা-নিরীক্ষা/রিয়েজেন্ট

৭৫০/-(সাত শত পঞ্চাশ)

৩৫,০০০/- ,,

-ঐ-

-ঐ-

-ঐ-

 

আসবাবপত্র/ কিচেন সামগ্রী

৭৫০/-(সাত শত পঞ্চাশ)

৩৫,০০০/- ,,

-ঐ-

-ঐ-

-ঐ-

 

 

১৭। নির্দেশিকা ঃ দরপত্রের শর্তাবলী সম্মলিত সিডিউল ৭৫০/- (সাত শত পঞ্চাশ ) টাকা  কোড নং ১-২৭১১-০০০০-২৩৬৬ মুলে চালানের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক/ সরকারি কোষাগারে জমা প্রদান পূর্বক পত্রিকায় প্রকাশের দিন হইতে অত্রাফিসের হিসাব শাখায় চালানের মুলকপি  জমাদান পুর্বক সিডিউল ক্রয়  করিতে হইবে।

১৮। বিশেষ নির্দেশিকা   ঃ কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যাতিরেকে যে কোন অথবা সকল দরপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। অনিবার্য কারণ বশতঃ 

      অত্র নোটিশ অনুযায়ী দরপত্র বাক্স নির্দিষ্ট তারিখে খোলা সম্পন্ন না হইলে পরবর্তী স্বাভাবিক কার্যদিবসে যথাক্রমে দরপত্র বাক্স খোলার গ্রহনযোগ্য তারিখ বলিয়া বিবেচিত হইবে।

       তবে সময় ও স্থান অপরিবর্তিত থাকিবে।

১৯।   কেবলমাত্র অভিজ্ঞতা সম্পন্ন এম.এস.আর প্রস্ত্ততকারী/সরবরাহকারী প্রতিষ্ঠান/ব্যক্তি দরপত্রে অংশগ্রহণ করিতে পারিবেন (যাহা শর্তাবলীতে উলেস্নখ আছে)।

২০।   গণখাতে সংগ্রহ আইন/বিধিমালা-২০০৬, ২০০৮, ২০১৪ ও তৎপরবর্তী সংশোধিত বিধিবিধান এবং দরপত্র সিডিউলের সহিত সরবরাহকৃত/আরোপিত শর্তাবলী/ অন্যান্য

         নির্দেশিকা বা বিশেষ নির্দেশিকা অবশ্যই যথাযথ ভাবে পালন করিতে হইবে। তবে আরোপিত শর্তাবলী মোতাবেক দরপত্র দাখিল করা না হইলে তা বাতিল বলিয়া গণ্য হইবে।

২১।   স্বাস্থ্য অধিদপ্তর/স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হইতে প্রশাসনিক অনুমোদন, বিভাজন ও ব্যয় মঞ্জুরী সাপেক্ষে বিল পরিশোধ করা হইবে।

২২।   সরবরাহকৃত সামগ্রীতে ‘‘ সরকারি সম্পত্তি, বিক্রয়ের জন্য নহে’’ শুধুমাত্র ঔষধ সামগ্রীর ক্ষেত্রে ’’ লাল-সবুজ মোড়কে’’ এবং সরকারি সম্পত্তি বিক্রয়ের জন্য নহে’’ 

        লেখাসহ যথাযথ কর্তৃপক্ষের কোয়ালিটি এসুরেন্স সার্টিফিকেট/সার্টিফিকেট অব এ্যানালাইসিস অবশ্যই দাখিল করিতে হইবে।

২৩।   সরবারহকৃত ঔষধ সামগ্রী ISO সার্টিফাইড কোম্পানীর হইতে হইবে এবং ঔষধের মেয়াদ সরবরাহের তারিখ হইতে কমপক্ষে ২(দুই) বৎসর থাকিতে হইবে এবং অন্যান্য

        এমএসআর সামগ্রী অবশ্যই মান সম্মত প্রস্ত্ততকারী কোম্পানীর হইতে হইবে।

২৪।   দরপত্র আহবানকারীর সহিত যোগাযোগের মাধ্যমঃ টেলিফোন নম্বর: ০৫৯১-৬১৪২৯ অথবা অত্রাফিসের হিসাব শাখা হইতে বিস্তারিত তথ্য জানা যাইবে (সরকারি ছুটির দিন

        ব্যতিত অফিস চলাকালীন সময় পর্যমত্ম) ।

২৫।   পরিচালক ও লাইন ডাইরেক্টর, পস্নানিং, মনিটরিং এন্ড/ রিসার্চ/হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট এর অপারেশনাল পস্নানের অমত্মর্ভূক্ত প্রতিষ্ঠান সমুহ/অত্র জেলায় স্বাস্থ্য প্রতিষ্ঠান

        সমুহের জন্য এমএসআর সামগ্রী সংক্রামত্ম যে কোন বরাদ্দ পাওয়া গেলে নির্বাচিত ঠিকাদারের মধ্যমে উহার মালামাল ক্রয় করা হইবে।

২৬।   দরপত্রের জামানতের টাকা বাংলাদেশের যে কোন তফসলিভুক্ত ব্যাংক হইতে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে ৩১/১২/২০১৭ ইং তারিখের মধ্যে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার 

        সংগ্রহ করিয়া দরপত্রের সহিত দাখিল করিতে হইবে। উক্ত তারিখের পুর্বের ইস্যুকৃত কোন ব্যাংক ড্রাফট/পে-অর্ডার গ্রহণযোগ্য হইবে না।

 

স্বাক্ষরিত/-

(ডাঃ আবুল ফাত্তাহ মোঃ আহসান আলী)

তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক সমমান)

লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।

ফোনঃ ০৫৯১-৬১৪২৯ ।।

 

পাতা নং-২

 

স্বারক নং-তত্ত্বাঃ/১০০শঃহাস/লাল/হিসাব/এমএসআর/দরপত্র/১৭-১৮/১০৪২০(৫০)/৪০                                                                 তারিখঃ  ০৩/১২/২০১৭ ইং।

 

অনুলিপি সদয় অবগতি/অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করা হইলোঃ

১।             সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, বাংলাদেশ সচিবালয়,ঢাকা। দৃষ্টি আকর্ষণঃ উপ- সচিব, হাসপাতাল-২/৩/৪ অধিশাখা।

২।             মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২। দৃঃ আঃ-সহকারী পরিচালক (সমন্বয়)।

৩।            মহাপরিচালক, সেন্ট্রাল প্রকিউরমেন্ট ও টেকনিক্যাল ইউনিট, পরিকল্পনা মন্ত্রণালয়,আইএমইডি, বস্নক নং-১২ (৩য় তলা),শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭।

              CPTU web site www.cptu.gov.bd এ প্রচারের জন্য বিজ্ঞপ্তি সংযুক্ত করা হইলো।  সংযুক্তঃ- ১টি বাংলা ও  ১টি ইংরেজি ।

 

৪।             অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও লাইন ডাইরেক্টর (এম.আই.এস), স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকা-১২১২। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য অনুরোধ করা হইলো।

৫।             পরিচালক, অর্থ/এমআইএস/প্রশাসন/হাসপাতাল ও ক্লিনিক সমুহ/লাইন ডাইরেক্টর, পস্নানিং,মনিটরিং এন্ড রিসার্চ, স্বাস্থ্য অধিদপ্তর,মহাখালী, ঢাকা-১২১২।

৬।            পরিচালক, ভান্ডার ও সরবরাহ, কেন্দ্রিয় ঔষধাগার, তেজগাঁও, ঢাকা।

৭।             পরিচালক (স্বাস্থ্য), রংপুর বিভাগ, রংপুর।

৮।            জেলা প্রশাসক, লালমনিরহাট।

৯।             চেয়ারম্যান, জেলা পরিষদ, লালমনিরহাট।

১০।           পুলিশ সুপার, লালমনিরহাট।

১১।           সিভিল সার্জন.................................................................(সকল), রংপুর/রাজশাহী বিভাগ।

১২।           মেয়র, লালমনিরহাট পৌরসভা।

১৩।           নির্বাহী প্রকৌশলী, গণপুর্ত বিভাগ, লালমনিরহাট/স্বাস্থ্য প্রকৌশলী বিভাগ, রংপুর/এলজিইডি/জনস্বাস্থ্য, লালমনিরহাট।

১৪।           উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, আঞ্চলিক কার্যালয়, রংপুর।

১৫।           উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, লালমনিরহাট।

১৬।           জেলা হিসাব রক্ষণ অফিসার, লালমনিরহাট।

১৭।           জেলা তথ্য অফিসার, লালমনিরহাট।

১৮।           উপজেলা নির্বাহী অফিসার, সদর/আদিতমারী/কালীগঞ্জ/হাতীবান্ধা/পাটগ্রাম, লালমনিরহাট।

১৯।           উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর/ আদিতমারী/কালীগঞ্জ/হাতীবান্ধা/পাটগ্রাম, লালমনিরহাট।

২০।           মেসার্স...................................................................................................................।

২১।           জেলা প্রতিনিধি (১) দৈনিক যায় যায় দিন,লালমনিরহাট  (২) ) জেলা প্রতিনিধি Daily Bangladesh News, লালমনিরহাট। উপরোক্ত দরপত্র  বিজ্ঞপ্তিটি আগামী ০৫/১২/২০১

  তারিখের  মধ্যে স্বল্প পরিসরে (৮ কলাম x ১১র্র্র্) জাতীয় দৈনিক পত্রিকায় ১ (এক) দিন মাত্র ভিতরের পাতায়  প্রকাশ করতঃ দরপত্র বিজ্ঞপ্তিটি যে দিন প্রকাশিত হইবে সে দিনের

   প্রতি সংখ্যায় এই বিজ্ঞপ্তি প্রকাশিত হইয়াছে মর্মে একটি সনদপত্রসহ  ৪ কপি সৌজন্য সংখ্যা এবং  বিধি মোতাবেক - ৩ প্রস্থ বিল ও ৩ কপি পেপার সহ নিমণস্বাক্ষরকারীর

  বরাবরে প্রেরণ করার জন্য অনুরোধ জানানো হইল ।

২২।           জনাব মোঃ মাইদুল ইসলাম, অফিস সহকারী কাম-ডাটা এন্ট্রি অপারেটর, অত্রাফিস । তাহাকে এই দরপত্র বিজ্ঞপ্তিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশিস্নষ্ট সকলের নিকট ই-মেইল প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করা হইল।

২৩।          জনাব মোঃ সাহেদুল হক, ষ্টোর কিপার, অত্রাফিস।

২৪।           নোটিশ বোর্ড, অত্রাফিস/দপ্তর নথি।

                                                                                                                                                               

               

স্বাক্ষরিত/-

 (ডাঃ আবুল ফাত্তাহ মোঃ আহসান আলী)

             তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক সমমান)

লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।

ফোনঃ ০৫৯১-৬১৪২৯ ।।

 

 

প্রকাশের তারিখ
03/12/2017
আর্কাইভ তারিখ
03/12/2017